• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আইস, ইয়াবাসহ মাছ ধরার ট্রলার জব্দ 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৩:১১ পিএম
আইস, ইয়াবাসহ মাছ ধরার ট্রলার জব্দ 

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, আইসসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজারের টেকনাফ বিশেষ জোনের একটি দল।

মঙ্গলবার (২২ মার্চ) রাতে সেন্ট মার্টিনের পূর্ব উপকূল থেকে ট্রলারটি জব্দ করা হয়। এ সময় ১ লাখ পিস ইয়াবা ও ১ কেজি আইসও জব্দ করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরের মৌলভিরশীল এলাকায় অবস্থান নেয় ডিএনসির সদস্যরা। মঙ্গলবার (২২ মার্চ) রাতে সেন্ট মার্টিনের পূর্ব উপকূলের দিকে পাচারকারীরা আসার চেষ্টা করলে ডিএনসির সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় ফিশিং ট্রলারে থাকা মাদক পাচারকারীরা ট্রলারটি ফেলে উপকূলের দিকে পালিয়ে যান। ট্রলারটি তল্লাশি করে উদ্ধার করা হয় ১ লাখ পিস ইয়াবা ও ১ কেজি আইস।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদক পাচারে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

Link copied!